s alam cement
আক্রান্ত
৫১৩৯০
সুস্থ
৩৭২৭৭
মৃত্যু
৫৬৮

পরপারে ড. অনুপম সেনের সহধর্মিণী উমা

0

সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেনের সহধর্মিণী উমা সেনগুপ্তা (৭২) মারা গেছেন।

মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত ১টা ১ মিনিটে তিনি নগরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা, এক নাতি ও এক নাতনি রেখে গেছেন। উচ্চ রক্তচাপে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে দীর্ঘ এক যুগ তিনি অর্ধ-কোমায় ছিলেন।

১৯৪৮ সালের ১০ সেপ্টেম্বর বোয়ালখালীর কানুনগোপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন উমা সেনগুপ্তা। তার বাবা সুবোধ বল বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা হিসেবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও জালালাবাদ যুদ্ধে অংশগ্রহণ করেন। জালালাবাদ যুদ্ধে শহীদ হন তার দুই ভাই টেগরা বল ও প্রভাস বল। এই যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বড় ভাই লোকনাথ বল।

ড. অনুপম সেনের সঙ্গে উমার বিয়ে হয় ১৯৬৬ সালের শেষদিকে। ২০০২ সালে ঢাকায় মেয়ের বাসায় স্ট্রোকে উমার ডান পা ও ডান হাত অবশ হয়ে যায়। এরপর ২০০৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে কোমায় চলে যান তিনি।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm