s alam cement
আক্রান্ত
৭৩৮১০
সুস্থ
৫৩১৩০
মৃত্যু
৮৬২

পরীমনির আগেও ৫ অভিনেত্রী প্রীতিলতা হয়েছিলেন বলিউড-ঢালিউডের সিনেমায়

0

চিত্রনায়িকা পরীমনির আগেও চট্টগ্রামের সন্তান ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রে অভিনয় করেছেন আরও পাঁচ অভিনেত্রী। চট্টগ্রামে ব্রিটিশবিরোধী সংগ্রামের নানা ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে অন্তত পাঁচটি চলচ্চিত্র ও একাধিক নাটক নির্মিত হয়েছে ভারত ও বাংলাদেশে। এর মধ্যে দুটি চলচ্চিত্রই হয়েছে ভারতের বলিউডে।

কলকাতার চলচ্চিত্র ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে’ প্রীতিলতার চরিত্রে বাংলা চলচ্চিত্রের প্রথম মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী।
কলকাতার চলচ্চিত্র ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে’ প্রীতিলতার চরিত্রে বাংলা চলচ্চিত্রের প্রথম মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী।

‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন’

চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা নিয়ে ১৯৮০ সালে কলকাতার নির্মল চৌধুরী নির্মাণ করেন ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন’ চলচ্চিত্রটি। এই ছবিতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেন বনানী চৌধুরী। পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া বনানী চৌধুরী বাংলা চলচ্চিত্রের প্রথম মুসলিম অভিনেত্রী। ওই ছবিতে এছাড়া অভিনয় করেছেন ধীরাজ দাস প্রমুখ।

বলিউডের সিনেমা ‘খেলে হাম জি জান সে’প্রীতিলতার ভূমিকায় বিশাখা সিংহ।
বলিউডের সিনেমা ‘খেলে হাম জি জান সে’প্রীতিলতার ভূমিকায় বিশাখা সিংহ।

‘খেলে হাম জি জান সে’

Din Mohammed Convention Hall

২০১০ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া বলিউডের চিত্রপরিচালক আশুতোষ গোয়ারিকারের চলচ্চিত্র ‘খেলে হাম জি জান সে’র বিষয়বস্তুও চট্টগ্রামের ব্রিটিশবিরোধী আন্দোলন। ওই আন্দোলনের অন্যতম বিপ্লবী কল্পনা দত্ত যোশীর পুত্রবধূ মানিনী চট্টোপাধ্যায়ের লেখা ‘ডু অ্যান্ড ডাই’ বইটির ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি তৈরি হয়। ছবিটির প্রেক্ষাপট চট্টগ্রাম হলেও পুরো শুটিংই হয়েছে গোয়া ও মুম্বাইয়ে।

এই ছবিতে কল্পনা দত্ত যোশীর ভূমিকায় অভিনয় করেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকোন। বলিউডের অন্যতম প্রধান অভিনেতা অভিষেক বচ্চন অভিনয় করেন মাস্টারদা সূর্যসেনের চরিত্রে। আর প্রীতিলতার ভূমিকায় ছিলেন বিশাখা সিংহ। চলচ্চিত্রটির জন্যে গান লিখেছেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার।

বলিউডের সিনেমা ‘চিটাগং’-এ প্রীতিলতার চরিত্রে তামিল অভিনেত্রী ভেগা টামোটিয়া। সঙ্গে নির্মল সেনের ভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকী।
বলিউডের সিনেমা ‘চিটাগং’-এ প্রীতিলতার চরিত্রে তামিল অভিনেত্রী ভেগা টামোটিয়া। সঙ্গে নির্মল সেনের ভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকী।

‘চিটাগং’

১৯৩০ সালে সংঘটিত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা নিয়ে ২০১২ সালে ভারতের বলিউডে তৈরি হয় ‘চিটাগং’। ‘চিটাগং’ চলচ্চিত্রে মাস্টারদার চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা রেখে তিনি ওই চলচ্চিত্রের জন্য কোনো পারিশ্রমিকও নেননি। আর এই চলচ্চিত্রে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেন তামিল অভিনেত্রী ভেগা টামোটিয়া। অন্যদিকে বিপ্লবী নির্মল সেনের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবিটি পরিচালনা করেন বেদব্রত পাইন। এর গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বলিউডের বিখ্যাত ত্রয়ী সুরকার শঙ্কর, এহসান ও লয়।

টিভি নাটক ‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা’য় প্রীতিলতার চরিত্রে রোবেনা রেজা জুঁই।
টিভি নাটক ‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা’য় প্রীতিলতার চরিত্রে রোবেনা রেজা জুঁই।

‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা’

২০২০ সালের ২৩ সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৮তম মৃত্যুবার্ষিকীতে নির্মিত হয় বিশেষ টেলিভিশন নাটক ‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা’। এতে প্রীতিলতার ভূমিকায় অভিনয় করেছেন এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী রোবেনা রেজা জুঁই এবং নির্মল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার। নাটকটি রচনা ও পরিচালনা করেন ফরহাদ আলম।

‘ভালোবাসা প্রীতিলতা’ ছবিতে প্রীতিলতার ভূমিকায় নুসরাত ইমরোজ তিশা।
‘ভালোবাসা প্রীতিলতা’ ছবিতে প্রীতিলতার ভূমিকায় নুসরাত ইমরোজ তিশা।

‘ভালোবাসা প্রীতিলতা’

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয় ‘ভালোবাসা প্রীতিলতা’ নামে অপর একটি চলচ্চিত্র। এই ছবিতে বীরকন্যা প্রীতিলতার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেন প্রদীপ ঘোষ। চলচ্চিত্রটির বড় একটি অংশের শুটিং হয়েছে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কিছু এলাকায়।

‘প্রীতিলতা’ চলচ্চিত্রে তাঁর ভূমিকায় কেমন মানাবে পরীমনিকে— এ বিষয়ে কৌতূহল সকলেরই।
‘প্রীতিলতা’ চলচ্চিত্রে তাঁর ভূমিকায় কেমন মানাবে পরীমনিকে— এ বিষয়ে কৌতূহল সকলেরই।

‘প্রীতিলতা’

চট্টগ্রামের সন্তান বিপ্লবী প্রীতিলতার চরিত্রে এবার অভিনয় করছেন সাম্প্রতিক সময়ে আলোচিত-সমালোচিত চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি। ‘প্রীতিলতা’ নামের এই চলচ্চিত্রের প্রথম কিস্তির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। গোলাম রাব্বানী চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় আগস্ট থেকে ছবিটির পরবর্তী শুটিং শুরু করার প্রস্তুতি চলছে। এবার চট্টগ্রামেরই বিভিন্ন লোকেশনে হবে ছবিটির শুটিং। ছবিতে পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ। এতে চট্টগ্রামের স্থানীয় বেশ কয়েকজন শিল্পীও অভিনয় করবেন বলে জানা গেছে।

এই প্রথম একটি ইতিহাস-আশ্রিত সিনেমায় অভিনয় করছেন পরীমনি। প্রশংসার বন্যায় ভেসে না গিয়ে তিনি অনুরাগীদের জানিয়েছেন, ‘ভালবাসার বিনিময়ে আপনাদের একটা জিনিসই দিতে পারি, সেটা হল ভাল কাজ।’

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm