পাঁচলাইশে নির্মাণাধীন ভবনে পানি জমে থাকায় ৪ মালিককে জরিমানা

চট্টগ্রাম নগরীর এডিস মশার বংশবিস্তার রোধে অভিযান চালিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চার নির্মাণাধীন ভবনে জমাট পানির উৎস পাওয়ায় ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোড এবং এম এম আলী রোড এলাকায় এ অভিযান চালান সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, ও আর নিজাম রোড এবং এম এম আলী রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বাসা-বাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এই সময় চার নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার বংশবিস্তারে উপযোগী জমাট পানির উৎস পাওয়ায় ভবন মালিকের বিরুদ্ধে মামলার পর ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে নগরীর ডবলমুরিং থানার মনছুরাবাদ ও আসকারাবাদ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা এবং মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির দায়ে সাত ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরএ/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm