বাংলাদেশ পুলিশে সদ্য পদোন্নতি পাওয়া ৬৯ জন কর্মকর্তাকে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) ছাড়াও বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার ও বান্দরবান পুলিশেও পরিবর্তন এসেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্মারক অনুসারে বিসিএস (পুলিশ) ক্যাডারে মোট ৬৯ জন কর্মকর্তাকে গত ১৬ অক্টোবর পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া ওই কর্মকর্তাদের বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়।
বদলি কিংবা পদায়নের নতুন প্রজ্ঞাপন অনুসারে, চট্টগ্রাম নগর পুলিশে (সিএমপি) যুক্ত হলেন নতুন দুই অতিরিক্ত উপ পুলিশ কমিশনার। অন্যদিকে একজন সহকারী উপ পুলিশ কমিশনার অতিরিক্ত পুলিশ সুপার হয়ে যাচ্ছেন বান্দরবানে।
ঘোষিত প্রজ্ঞাপন অনুসারে কুমিল্লা লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিতুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। কুমিল্লা হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিককেও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী উপ পুলিশ কমিশনার শাহ আলমকে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনকে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম ডিএসবির সহকারী পুলিশ সুপার এমরান আলীকে পদায়ন করা হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া সিলেট আরআরএফের সহকারী পুলিশ সুপার মো. আলাউদ্দিনকে চট্টগ্রাম নবম এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী কক্সবাজার এপিবিএনে যুক্ত হচ্ছেন নতুন দুই শীর্ষসারির কর্মকর্তা। রংপুর আরআরএফের সহকারী পুলিশ সুপার মহিউদ্দীন আহমেদকে কক্সবাজার ১৪ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। কিশোরগঞ্জ ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপুকেও পদায়ন করা হয়েছে কক্সবাজার অষ্টম এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে।
অন্যদিকে কক্সবাজার অষ্টম এপিবিএনের সহকারী পুলিশ সুপার দীপংকর ঘোষকে মৌলভীবাজার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
সিপি