s alam cement
আক্রান্ত
৪০২৮৩
সুস্থ
৩৪০৭৯
মৃত্যু
৩৮৮

‘পাহাড় কাটা’—৭৮ লাখ জরিমানা গুনলেন তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালক

0

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় পাহাড় কাটার অভিযোগে তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালককে ৭৮ লাখ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

সোমবার (৫ এপ্রিল) অধিদফতরের পরিচালক রুবিনা ফেরদৌস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের তদন্তে পাহাড় কাটার অভিযোগের সত্যতা পাওয়ার পর মাদ্রাসা পরিচালককে একাধিকবার শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি হাজির হননি। পরিবেশ সংরক্ষণ আইনে প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে মাদ্রাসা পরিচালককে ৭৮ লাখ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে জরিমানার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেসব পাহাড় কাটা হয়েছে সেগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনতে অভিযুক্তকে তিন মাসের সময় দেওয়া হয়েছে। অন্যথায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

সিএম/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm