পুকুরে পড়ে শিশুর মৃত্যু পতেঙ্গায়

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় পুকুরে পড়ে মো. ইয়াছিন আরাফাত নামে ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় মুসলিমাবাদের শতাব্দী আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু মো. ইয়াছিন আরাফাত রংপুর লালমনির হাটের স্থায়ী বাসিন্দা মো .বিপ্লব মিয়ার একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার পর শিশু ইয়াছিনকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। পরে বেলা ১২টার দিকে পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো.বিপ্লব মিয়া বলেন, আমি একজন গার্মেন্টসকর্মী। গত তিন মাস আগে চট্টগ্রাম এসেছি। স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকি। কখনও ভাবিনি এখানে এসে একমাত্র সন্তানকে চিরতরে হারাতে হবে।

এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে জানান।

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!