s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

পুলিশের উদ্যোগ—গাড়ি থামিয়ে যাত্রীদের মাস্ক পরালেন সিএমপির অতিরিক্ত কমিশনার

0

সোমবার, বিকেল ৪টা। নগরীর আকবর শাহ থানার একে খাঁন মোড়। ব্যস্ত সড়কটিতে তখন হরদম ছুটছে গাড়ি। এমন সময় পুলিশের পোশাক পরা একজন এলেন সেখানে। ইশারা দিয়ে তিনি থামালেন একটি বাস। উঠলেন সেই বাসে।

দেখলেন, অধিকাংশ যাত্রীর মুখে নেই মাস্ক। এমনকি চালক, হেলপারের অবস্থাও একই। পরে তাঁর হাতে থাকা বক্স থেকে মাস্কবিহীন প্রত্যেকের হাতে হাতে দিলেন একটি করে সার্জিক্যাল মাস্ক, করলেন সতর্ক।

পুলিশী পোশাকে প্রায় ঘণ্টা দুয়েক ধরে যিনি এই কাজটি করলেন তাঁর নাম শ্যামল কুমার নাথ।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) পদে দায়িত্ব পালন করছেন তিনি।

সোমবার (২৩ মে) সিএমপি কমিশনারের নির্দেশে সড়কে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গণপরিবহনে চালালেন করোনাভাইরাস প্রতিরোধের সচেতন করার কার্যক্রম। এ সময় তার সঙ্গে ছিলেন আকবর শাহ থানার ট্রাফিক পরিদর্শক এস এম শওকত হোসেনসহ পুলিশের আরও কয়েকজন কর্মকর্তা।

এ বিষয়ে শ্যামল কুমার নাথ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গণপরিবহণে যাত্রীরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন সে জন্য আমরা এই তদারকি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। মানুষকে সচেতন করতে এবং মাস্ক পরা অভ্যাস করতে তাদের হাতে মাস্ক তুলে দিচ্ছি আমরা। গাড়ির চালক ও সহকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি।’

Din Mohammed Convention Hall

সিএম/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm