s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

‘সুখবর’—চট্টগ্রামে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

0

আগামী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ বিষয়টি জানিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, দেশের সাত বিভাগ এবং দুই অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হতে পারে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।

এছাড়া সিলেট, ঢাকা, ও ময়মনসিংহ বিভাগের কিছু অংশ এবং যশোর ও কুষ্টিয়, রংপুর, রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ১৮ মে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে ১৮ জনের মৃত্যু হয়েছে।

Din Mohammed Convention Hall

এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm