s alam cement
আক্রান্ত
১০১৩১২
সুস্থ
৮৬১৬৯
মৃত্যু
১২৮২

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

0

চট্টগ্রাম প্রতিদিনে গত ১২ সেপ্টেম্বর প্রকাশিত ‘সাদা শার্ট না পরায় স্কুলে ঢুকতে বাধা হেড মাস্টারের, দেড় বছরের প্রতীক্ষা শেষে প্রথম ধাক্কা’ শিরোনামে প্রকাশিত সংবাদের কিছু বিষয়ে ভিন্নমত জানিয়েছেন চট্টগ্রাম নগরীর হালিশহরের আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ‘স্কুল খোলার আগের দিন (১১ সেপ্টেম্বর) পর্যন্ত স্কুল ড্রেসের শিথিলতার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রজ্ঞাপন জারি কিংবা প্রেস ব্রিফিং না করায় ওইদিন অনুষ্ঠিত স্কুল শিক্ষক ও পরিচালনা কমিটির যৌথ প্রস্তুতি সভায় স্কুল ড্রেসের শিথিলতার ব্যাপারে কোন আলোচনা হয়নি। এজন্য ১২ সেপ্টেম্বর স্কুল খোলার দিন ১০ম শ্রেণির ৭-৮ জন ছাত্র স্কুল ড্রেসের পরিবর্তে নানা রঙের স্যান্ডো গেঞ্জি পরে আসার কারণে তাদেরকে যে কোন শার্ট পরিধান করে আসতে বলা হয়।’

তিনি বলেন, ‘১২ সেপ্টেম্বর স্কুল ড্রেসের শিথিলতা সংক্রান্ত মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নির্দেশনা পাওয়ার পরদিন ১৩ সেপ্টেম্বর থেকে ড্রেসবিহীন শিক্ষার্থীদেরকেও ক্লাস করার অনুমতি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রকাশিত সংবাদে আমি বিদ্যালয়ের অর্থ লোপাট করেছি বলে যে অভিযোগ এসেছে, তা সম্পূর্ণ মিথ্যা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন বিদ্যালয়ে আমার দীর্ঘ ১৭ বছরের প্রধান শিক্ষকতা জীবনে অর্থ লোপাট সংক্রান্ত এমন কোন রেকর্ড বা নজির নেই। সবচেয়ে বড় কথা, স্কুলের যাবতীয় লেনদেন চসিক অনুমোদিত নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়।’

প্রতিবেদকের বক্তব্য
স্কুলের শিক্ষক ছাড়াও কয়েকজন শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশিত হয়। সেখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য ছিল না। প্রধান শিক্ষক অর্থ লোপাট করেছেন, এমন অভিযোগও আমাদের রিপোর্টে ছিল না। তবে অর্থ লোপাটের অভিযোগ এনে কিছু শিক্ষার্থীর আন্দোলনের বিষয়টি প্রাসঙ্গিকভাবে সেখানে এসেছে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm