চট্টগ্রামের ফয়’স লেকের একটি হোটেলে বৈষম্যবিরোধী ছাত্রের নামে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন ১১ জন।
খুলশী আকবরশাহ (আংশিক) থানার পর্যটন এলাকা ফয়’স লেকের একটি আবাসিক হোটেলে বৈষম্যবিরোধী ছাত্র নামধারী ভূয়া কিছু লোক ঢুকে মারধরসহ লুটপাট করার অভিযোগে সেনাবাহিনী, পুলিশ ও জনতার হাতে আটক হয়েছেন তারা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টায় মোটেল সিক্স সুপার সনিক হোটেল ঢুকে লুটপাট, ছিনতাই জড়িতাবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
খুলশী থানা পুলিশ এদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত করেন।
জানা যায়, রাত ১০ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র নামে ভূয়া ৪০-৫০ জন দুষ্কৃতকারী হোটেলটিতে ঢুকে মারধর লুটপাট চালাতে থাকে। হোটেলে কর্মরত স্টাফ ও এলাকাবাসী প্রতিরোধ ও ফটকে তালা ঝুলিয়ে দিলে পালাতে ব্যর্থ হয় দুষ্কৃতকারীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে সেখান থেকে ১১ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, পাহাড়তলী সরাইপাড়ার আইমান (২৪), চট্টেশ্বরী রোডের শাহরিয়ার হান্নান (২২), চকবাজার নালাপাড়ার অরন্য ঘোষ (১৭) ও মিজবাহ্ (২১), আকবর শাহর ওমর ফারক (১৭), খুলশীর ইরফাত
হোসেন (১৭) ও সাকিব খান (১৭), পাহাড়তলীর ফয়সাল চৌধুরী (১৯), আরাফাত হোসেন সিয়াম(১৭), সেভেন মার্কেট আকবরশাহর সাঈদ মোহাম্মদ আদনান(১৭) ও শুভ আহম্মেদ রনি(১৮)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সম্বনয়ক এসব দৃস্কৃতকারী তাদের কেউ নয় বলে নিশ্চিত
করেন।
খুলশী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম আটক ১১ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেন।
জেএস/এমএহক