ফিরিঙ্গীবাজারে হাজীদের সংবর্ধনা দিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব

0

ফিরিঙ্গীবাজারে হাজীদের নিয়ে সমাবেশ ও সংবর্ধনার আয়োজন করেছেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। মঙ্গলবার (১৪ জুন) চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।

জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে অতিথির বক্তব্য রাখেন দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফ, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হাই, জাহাঙ্গীর সিদ্দিকী, মো. তারেক সর্দার।

এতে আরও উপস্থিত ছিলেন সিদ্দিক আহমদ সর্দ্দার, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাইফুদ্দীন শাহী, আবদুল মাবুদ বাবু, মুসলেহ উদ্দিন দিদার, যুবায়ের কাকী, মিজানুর রহমান, ওসমান গণি বাবলু, আবছার উদ্দিন, মহানগর যুবলীগের সাবেক সদস্য খোরশেদ আলম রহমান, তানভীর আহমেদ রিংকু, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ, তাজউদ্দিন রিজভী, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওসমান গণি মানিক, আবদুল আজিজ, এনামুল হক, যুবলীগ নেতা ফজলে হাসান চৌধুরী, ইসতেহার উদ্দিন পারভেজ, আবদুল মতিন, যুবলীগ নেতা আলাউদ্দিন বাপ্পী, সামিউল হাসান রুমন, মিজানুর রহমান জসিম, রাসেদুল আলম, শওকত হোসেন, মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান, সদস্য সাফফাত বিন আমিন।

বক্তারা বলেন, পবিত্র হজ অর্থাৎ বায়তুল্লাহর চার পাশে ঘোরা, আল্লাহর মহান নিদর্শনের চারপাশ ঘোরা। রাসুল (সঃ) এর আদর্শে নিঃশর্ত আনুগত্য চেতনা শেখায়, যা ধর্মীয় নীতি আদর্শকে সহজ ও সাবলীল করে।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আবদুর রহমান।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm