চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মুস্তাকিন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সকাল ৭টার দিকে থানার রাজাখালী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহার দকুল হাজির বাড়ির নূর মোহাম্মদের ছেলে মুস্তাকিন।
জানা গেছে, সকাল ৭টার দিকে রাস্তা পারাপারের সময় একটি গাড়ি নতুন ব্রিজ এলাকার দিকে চলে যাওয়ার সময় মুস্তাকিন নামের এ তরুণকে ধাক্কা দেয়। এ সময় মুস্তাকিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহতাবস্থায় মুস্তাকিন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরএ/এমএফও