s alam cement
আক্রান্ত
১০১৬৩০
সুস্থ
৮৬৬০৯
মৃত্যু
১২৯৩

বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারে মাদক ব্যবসায়ী নিহত

0

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারের উখিয়ার রেজুআমতলী সীমান্তে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

বিজিবি জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার রেজুআমতলী সীমান্তের ৪১ নম্বরের পিলারের পাশ দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছিল চার-পাঁচ জনের একটি দল। তাদের থামার সংকেত দিলে না থেমে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে মরদেহ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm