s alam cement
আক্রান্ত
১০১৪৩৬
সুস্থ
৮৬৩০২
মৃত্যু
১২৮৪

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চুয়েটের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

0

সবজি আহরণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত নারায়ণ কর (৫১) চুয়েটের শেখ রাসেল হলের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাঙ্গুনিয়ার পোমরা তালুকদার পাড়ার খোকন ডাক্তার বাড়ির মৃত যতীন্দ্র করের ছেলে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিক শেখ রাসেল হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি পল্লীবিদ্যুতের খুঁটির পাশে ক্ষেত থেকে সবজি আহরণ করছিলেন নারায়ণ। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, চুয়েটের শেখ রাসেল হলের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন নারায়ণ কর। মরদেহ উদ্ধার করা হয়েছে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm