বিস্ফোরণে আহতদের চিকিৎসায় সাইফ পাওয়ারটেকের ৫০ লাখ

0

সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় ৫০ লক্ষ টাকা অনুদান দিচ্ছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

সোমবার (৬ জুন) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে এলে এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, সাইফ পাওয়ারটেক লিমিটেড সব সময় দেশের ক্রান্তিলগ্নে অসহায় ও দূর্গতদের পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে। এ দুর্ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে চট্টগ্রামে সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরাও আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোগীদের চিকিৎসায় ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা করছি।

তিনি আরও বলেন, ‘এ দূর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। সবাইকে আরো এডুকেটেড হতে হবে। আইসিডি পরিচালনায় প্রোফাইল থাকতে হবে উন্নত। সাইফ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দরে টার্মিনাল অপারেটিং করে। তাই আমাদেরও দায়িত্ব আছে। এ অনুদানটা কিভাবে দেওয়া হবে, তা হাসপাতালের পরিচালকের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম হাসান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দীন, সাইফ পাওয়ারটেক লিমিটেডের নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন আহমদ।

Yakub Group

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm