অগ্নিদগ্ধদের দেখতে হাপাতালে গেলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল ইবরাহিম

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।

সোমবার (৬ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যান তিনি।

সেখানে তিনি আগুনে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় জেনারেল ইবরাহিম বলেন, ‘আমি দীর্ঘদিন হাসপাতালে ছিলাম। কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। নিজের শারিরীক অসুস্থাতা সত্ত্বেও এই মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে বাসায় থাকতে পারিনি।
রোগীদের দেখে আমি খুবই মর্মাহত। স্বজনদের সমবেদনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি।’

এ সময় তার সঙ্গে ছিলেন কল্যাণ পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকীব, চট্টগ্রাম মহানগর কমিটির সহ সভাপতি সাজিদ ইকবাল, সেক্রেটারি মামুন জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মীর নাজীবুল্লাহ কায়সার, প্রকাশনা সম্পাদক ফরিদ উদ্দিন, এয়াকুব আলী ও আমজাদ হোসেন মুন্না।

Yakub Group

জেনারেল ইব্রাহিম বলেন, ‘সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার প্রায় ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি, এখনও কন্টেইনার গুলোতে আগুন জ্বলছে।’

তিনি বলেন, ‘আমি সরকার ও সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো, আপনারা যতো দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা গ্রহন করুন এবং হতাহতদের চিকিৎসা চিকিৎসা নিশ্চিত করুন। এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে আইননানুগ ব্যবস্থা গ্রহন নিশ্চিত করুন।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm