চট্টগ্রামের পটিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মো. হাসেম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করে পটিয়া কালারপুল ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তার মো. হাসেম (২৮) কক্সবাজার জেলার উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাওলানা ফারুকের বাড়ির মুহাম্মদ এলাদ হোসাইনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, মো. হাসেম উপজেলার জিরি ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। সে সুবাদে ভুক্তভোগীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন হাসেম।
ওই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন তিনি। এক পর্যায়ে বিষয়টি শনিবার সকালে এলাকায় জানাজানি হয়ে গেলে স্থানীয়রা মেয়েটিকে সামাজিকভাবে বিয়ে করতে বললে হাসেম অপারগতা প্রকাশ করেন।
এ ঘটনায় শনিবার (২০ আগস্ট) রাতে কিশোরীর মা খতিজা বেগম বাদি হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘ওই কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করা হয়েছে বলে থানায় ভিকটিমের মা বাদি হয়ে অভিযোগ দাখিল করলে পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করে। মামলার আসামি মো. হাসেমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
ডিজে