বিয়ের প্রলোভনে বেশ কিছুদিন ধরে এক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে মাহাথির রহমান মারফি (২১) নামে এক যুবক। মেলামেশার জন্য মারফি বেছে নেয় তার এক প্রতিবেশির বাসা।
কিন্তু মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে ছেলেটি মেয়েটিকে নিয়ে যায় তার নিজের বাসায়। এ সময় মেয়েটি বিয়ের কথা বললে বাঁধে বাকবিতণ্ডা।
এক পর্যায়ে মেয়েটি তার মোবাইল থেকে ফোন দেয় জরুরি সেবা ৯৯৯-এ। ফোন পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায় থানায়।
সেখান থেকে তাকে ভর্তি করানো হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। তবে এ ঘটনায় অভিযুক্ত যুবক মারফিকে আটক করতে পারেনি পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির জানান, পাঁচলাইশের পূর্ব নাসিরাবাদ কসমোপলিটন আবাসিক এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে মাহাথির রহমান মারফির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মেয়েটির। প্রেমের সম্পর্ক থেকে এক পর্যায়ে শারীরিক সম্পর্ক স্থাপিত হয়।
পরে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে অস্বীকার করে মারফি। ট্রিপল নাইনে ফোন পেয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।
ওসি জাহিদুল কবির আরও জানান, মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে ভিকটিম মাহাথির রহমান মারফির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
আইএমই/কেএস