s alam cement
আক্রান্ত
৫২৭৩৬
সুস্থ
৩৯১১২
মৃত্যু
৬০২

‘বড়লোক’ হওয়ার খায়েস, ইয়াবা বেচেন মাদ্রাসার অধ্যক্ষ

0

চট্টগ্রামে ইয়াবাসহ এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) দিবাগত গভীর রাতে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এ মাদ্রাসা শিক্ষকের নাম মো. ইয়াছিন (৩৮)। তিনি আগ্রাবাদ বেপারিপাড়া তালিমুল করিম আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ। তিনি এর আগেও জেল খেটেছিলেন মাদকের মামলায়। এছাড়া অপহরণ ও ধর্ষণের দায়েও তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ইয়াছিন বেপারিপাড়া তালিমুল করিম আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ। এই মাদ্রাসায় ৮০ জন শিক্ষার্থী এবং ৬ জন শিক্ষক রয়েছেন। অধ্যক্ষ হওয়ায় এলাকায় তার পরিচিতি ভাল এবং ঝুঁকিও কম। তাই তিনি এই পরিচয়ের আড়ালে ইয়াবা বিক্রি করেন!

২০১১ সালে ইয়াবা বিক্রি করতে গিয়ে একবার গ্রেপ্তার হন। তখন দেড় মাস জেলও খাটেন। গতকাল রাতে অন্য আরেকটি জিডি মূলে আগ্রাবাদ সিডিএ বলির পাড়াস্থ ২নং গলির মাহবুবুল আলমের ভাড়া ঘরে তার বাসায় অভিযান চালালে খাটের নীচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি মহসীন বলেন, দিনভর জিজ্ঞাসাবাদে ইয়াছিন স্বীকার করেন তিনি নিজেও ইয়াবাসেবি। যৌন সক্ষমতা বাড়ানোর জন্য তিনি ইয়াবা সেবন করে থাকেন। আর বড়লোক হওয়া্র তার খুব খায়েস। মাদ্রাসায় শিক্ষকতা করে তিনি যে টাকা পান, তা দিয়ে তার সংসার ভালো মতো চলে না। নিজের কোন ইচ্ছে পূরণ করতে পারেন না। তাই তিনি শিক্ষকতার পাশাপাশি ইয়াবা বিক্রি করতেন। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে তার বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার থানায়ও অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এক সিএনজি চালকের ১৯ বছর বয়সী মেয়েকে ফুসলিয়ে বিয়ে করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে, বলেন ওসি মহসীন।

Din Mohammed Convention Hall

আইএমই/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm