ভুলে কীটনাশক খেয়ে তরুণের মৃত্যু ইপিজেডে

0

আলসারের ওষুধ ভেবে ভুলক্রমে কীটনাশক খেয়ে চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় মো. জাফর (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাফর নেভি হাসপাতাল গেইট সংলগ্ন রেলবিট এলাকার তোতা মিয়ার বাড়ির মো. তাজেরুল ইসলামের পুত্র।

জানা যায়, নিহত জাফর আলসারের ওষুধ মনে করে ভুলে কীটনাশক খেয়ে ফেলেন। পরে তার অবস্থা গুরুতর হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

রাত পৌণে ১২টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Yakub Group

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক ও পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যেরভিত্তিতে জানতে পেরেছি বাসায় আলসারের ওষুধ ভেবে ভুলক্রমে কীটনাশক খেয়ে ফেলেন জাফর। পরে তার অবস্থা অবনতি হলে চমেক হাসপাতালে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm