চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২৮ স্বর্ণের বার

0

জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ২৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর কাস্টমস এসব বার উদ্ধার করেছে।

রোববার (২৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কাস্টমসের ডেপুটি কমিশনার মো. নিয়ামুল হাসান।

তিনি জানান, স্ক্যানিংয়ের সময় ওই যাত্রীর লাগেজে ধাতব বস্তু দেখা যায়। এরপর তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Yakub Group

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm