মহাবারুণী স্নান ৩০ মার্চ, পতেঙ্গা থানার ওসির সঙ্গে আয়োজক কমিটির মতবিনিময়

0

পতেঙ্গা সর্বজনীন মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির উদ্যোগে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব গঙ্গাস্নান আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন করাসহ বিভিন্ন বিষয়ে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের সঙ্গে ৮ মার্চ (মঙ্গলবার) বিকালে সৌজন্যসাক্ষাৎ করেন মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন পতেঙ্গা সর্বজনীন মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির সভাপতি সোনা বাবু জলদাশ, সাধারণ সম্পাদক শ্যামল দাশ, সহসাধারণ সম্পাদক কাঞ্চন জলদাশ, অর্থ সম্পাদক পরিমল জলদাশ, কিরণ জলদাশ, শুভ্রত জলদাশ, শান্তি মোহন জলদাশ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন কাউন্সিলরের প্রতিনিধি নেজাম উদ্দীন, সাংবাদিক এস কে সাগর।

সৌজন্য সাক্ষাতকালে পতেঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন বলেন, পতেঙ্গাবাসী সুখে-দুঃখে সবসময় আমাকে কাছে পাবে। জণগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পতেঙ্গা মডেল থানা পুলিশ। মাদক ও সন্ত্রাস দমন এবং অসামাজিক কার্যক্রম বন্ধে টিম পতেঙ্গা সর্বদা সজাগ থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। জেলে সম্প্রদায়ের যে কোনো সমস্যার কথা আপনারা নির্ভয়ে আমাকে বলতে পারবেন। আমি দায়িত্বে থাকাকালীন কারো কোনো অন্যায় আবদার হবে না, এটা বিশ্বাস রাখতে পারেন নির্ভয়ে।

আগামী ৩০ মার্চ অনুষ্ঠিতব্য সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব গঙ্গাস্নানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ওসি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm