s alam cement
আক্রান্ত
৬১৫৮৯
সুস্থ
৫০০৪৮
মৃত্যু
৭৩১

মাংস নিয়ে ছাগলচোর রেখে গেল মাথা ও খুরা

0

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাগলের মাথা আর পা রেখে মাংস চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জুলাই) উপজেলার সাহেরখালী ইউনিয়নের স্লুইচ গেইট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।

ছাগলটির বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। এর আগে গত বছরও একইভাবে একটি গরুর মাথা ও চামড়া রেখে মাংস নিয়ে গিয়েছিলো দুবৃর্ত্তরা।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার কৃষক মো. নুরুল মোস্তফা (লতাবলি) তার পালিত ১০/১২টি ছাগল স্থানীয় বেড়িবাঁধ এলাকায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়ে বাড়িতে যান।

বিকেলে ছাগল আনতে গিয়ে দেখেন সেখানে ছাগল নেই। অনেক খোঁজাখুঁজি করেও তিনি ছাগল খুঁজে পাননি। পরবর্তীতে সন্ধ্যায় বেড়িবাঁধের পার্শ্ববর্তী বাগানে গিয়ে তিনি ছাগলের মাথা আর ৪টি পায়ের নীচের অংশ (খুরা) দেখতে পান।

কৃষক নুরুল মোস্তফা বিষয়টি স্থানীয় সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছেন। তিনি এ ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, চুরি হয়ে যাওয়া ছাগলের মালিক নুরুল মোস্তফা খুবই গরীব ও অসহায়। তিনি ছাগল লালনপালন করে সংসার চালান।

Din Mohammed Convention Hall

অর্থনৈতিক অঞ্চলে কাজ করতে আসা অনেক শ্রমিক বেড়িবাঁধ এলাকা দিয়ে চলাফেরা করে। ছাগলের মাংস চুরির কাজ ইকোনোমিক জোনের শ্রমিক দ্বারা অথবা স্থানীয় বখাটেরা করে থাকতে পারে।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm