s alam cement
আক্রান্ত
৫৮৭২৪
সুস্থ
৪৯১৭৭
মৃত্যু
৭০১

চবি উপাচার্য হঠাৎ চট্টগ্রামের সামরিক হাসপাতালে ভর্তি

0

হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বর্তমানে তাঁর জ্ঞান ফিরলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বুধবার (৩০ জুন) বিকেলে অফিস থেকে বাসায় ফিরলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার রক্তচাপ বেড়ে যায়। বর্তমানে ড. শিরীণ আখতারের বয়স ৬৫ বছর।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত প্রফেসর এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, ‘অফিসে সারাদিন কাজ করে বাসায় যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উপাচার্য মহোদয়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাঁর জ্ঞান ফিরলেও তিনি ডাক্তারের পর্যবেক্ষণে আছেন। আজ সারাদিন পর্যবেক্ষণে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘প্রেসার বেড়ে যাওয়া ও দুর্বলতার কারণে এমনটা হয়েছে বলে ধারণা করছেন ডাক্তাররা। উপাচার্যের সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন।’

এমআইটি/সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm