বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা সভার আয়োজন ও সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর অক্সিজেনের সমতা প্রকল্প কার্যালয়ে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এতে বন্ধুর সঙ্গে সহযোগী আয়োজক ছিল ‘নববাঁকে কর্ণফুলী’ নামের একটি সংগঠন।
অনুষ্ঠানে বক্তারা হিজড়াসহ লিঙ্গ বৈচিত্র্যের জনগণের তথা হিজড়াদের মানবাধিকার রক্ষা ও জীবন মান উন্নয়নের কথা বলেন।
এতে অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কর্মকর্তা রুপন কুমার নাথ, সাংবাদিক স্বরূপ ভট্টাচার্য, আইনজীবী আজিজুল হক, হিজড়া গুরু ফাল্গুনি হিজড়া, নববাঁকে কর্ণফুলী’র প্রধান আরিফুল ইসলাম রণি, বন্ধুর কর্মকর্তা নুরুল হাসেম।
অনুষ্ঠানের শেষে সামাজিক কাজ এবং হিজড়াদের জীবনমান উন্নয়নে অবদান রাখার জন্য হিজড়া গুরু ফাল্গুনী হিজড়াকে সম্মাননা প্রদান করা হয়।