যুগরত্ন সাংবাদিক সম্মাননার তালিকায় বৃহত্তর চট্টগ্রামের ৫ সাংবাদিক

তিন যুগ ধরে সাংবাদিকতা পেশায় অবদান রাখা এমন শতাধিক সাংবাদিকদের মধ্য থেকে বৃহত্তর চট্টগ্রামের পাঁচ সাংবাদিকসহ ১১ জনকে সম্মাননা দিবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে যুগরত্ন সাংবাদিক সম্মাননা ২০২৪ মনোনীতদের নামের তালিকা প্রকাশ করে বিএমএসএফ।

আগামী ২২-২৩ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিতব্য সংগঠনের বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষে এ যুগরত্ন সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য নুরুল হুদা বাবু।

মনোনীত ১১ সাংবাদিক হলেন—হাসানুর রহমান ঝন্টু (বাংলাদেশ প্রতিদিন) বরগুনা, আহাদ চৌধুরী তুহিন (এটিএন বাংলা) ভোলা, দুলাল সাহা (যমুনা টেলিভিশন) ঝালকাঠি, আবুল হোসেন আজাদ (দৈনিক খবর) ফরিদপুর, অধ্যাপক ওসমান গনি সম্পাদক ও প্রকাশক (দৈনিক মৈত্রী) বান্দরবান, মমতাজ উদ্দিন বাহারী (দ্যা নিউজ টুডে) কক্সবাজার, এবিএম আতিকুর রহমান (দৈনিক কালের কণ্ঠ) দেবীদ্বার কুমিল্লা, সৈয়দ মাহফুজ উন নবী খোকন (দৈনিক যুগান্তর) সাতকানিয়া চট্টগ্রাম, বিমল কুমার সাহা (ইত্তেফাক, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ) ঝিনাইদহ, শ্যামলেন্দু পাল (দৈনিক ইত্তেফাক) নেত্রকোনা এবং এম জাহেদ চৌধুরী (প্রতিদিনের বাংলাদেশ, দৈনিক পূর্বকোণ ও সমুদ্রকণ্ঠ) চকরিয়া কক্সবাজার।

সংগঠনের জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ‘যুগরত্ন সাংবাদিকদের’ আগামী ২২ ডিসেম্বর রোববার বিকাল ৩টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে উপস্থিত হয়ে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

এছাড়াও এবছর দেশ সেরা সংবাদ সম্মাননা, রতন সরকার স্মৃতি সম্মাননা এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের মধ্য থেকে ২০ জনকে শিক্ষা সম্মাননা ২০২৪ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার শিকার সাংবাদিকদেরকে মরণোত্তর সাংবাদিক সম্মাননা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm