s alam cement
আক্রান্ত
১০১৬৩০
সুস্থ
৮৬৬০৯
মৃত্যু
১২৯৩

মারা গেলেন কবি শাহিদ আনোয়ার

0

আশির দশকের অন্যতম প্রধান কবি শাহিদ আনোয়ার মারা গেছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে মারা যান তিনি। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে গত তিন বছর ধরেই তিনি ছিলেন প্রায় শয্যাশায়ী।

মৃত্যুকালে শাহিদ আনোয়ারের বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

কবি শাহিদ আনোয়ার দৈনিক পূর্বকোণ ও সংবাদে কাজ করেছেন দীর্ঘদিন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান। বেশ কিছুদিন সেখানে থাকার পর দেশে ফিরে চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে শিক্ষকতা পেশায় যোগ দেন।

শাহিদ আনোয়ার সরকারি মুসলিম হাই স্কুল এবং চট্টগ্রাম কলেজ থেকে সম্মিলিত মেধাতালিকায় যথাক্রমে তৃতীয় আর সপ্তম স্থান অধিকার করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন।

২০০০ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ— ‘শুঁড়িখানার নুড়ির মধ্যে’। এছাড়া তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে— কুঁকড়ে আছি মনোটোনাস গর্ভে (২০০২), দাঁড়াও আমার ক্ষতি (২০০৫), বৈদেহী এক ওষ্ঠ পোড়ে (২০০৮)। এছাড়া প্রকাশিত হয় তার আত্মজৈবনিক গ্রন্থ ‘আনলাকি থার্টিন’।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm