চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম কচুরজুম গ্রাম থেকে এক শিশু স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ আগস্ট) রাত ৯টায় আজমিনুর আক্তার (১০) নামের ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
ওই ছাত্রীএ মা ফারজানা আক্তার (৩৪) আনোয়ারা উপজেলার ইয়ংওয়ান গার্মেন্টসে কর্মরত ছিলেন।
স্থানীয়রা ধারণা করছেন, ঘরে বয়স্ক কেউ না থাকা অবস্থায় সোমবার বিকেল থেকে রাতের কোনো এক সময় শিশুটিকে হত্যা করা হয়েছে।
জানা গেছে, আজমিনুর আক্তার স্থানীয় বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। আজমিনুরের বাবা আকবর হোসেন মারা যাওয়ার পর মা ফারজানা আক্তার সিএনজি অটোরিক্সা চালক হেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। ফারজানা আক্তার সংসারের খরচ চালাতে গিয়ে আনোয়ারা উপজেলার ইয়ং ওয়ান নামের এক গার্মেন্টস কারখানায় চাকরি নেন।
মায়ের চাকরিকালীন সময়ে শিশু আজমিনুর আক্তার ঘরে একা থাকত। ফারজানার নতুন স্বামী হেলাল উদ্দিনের আরও স্ত্রী-সন্তান থাকলেও তারা পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে থাকে। আজমিনুর মারা যাওয়া আগে থেকে সৎ বাবা হেলাল উদ্দিন পলাতক রয়েছে।
মা ফারজানা আক্তার বলেন, ‘চাকরি থেকে রাতে ঘরে ফিরে দেখি মেয়ে আজমিনুর আক্তারের গলায় ওড়না প্যাঁচানো লাশ ছাদের বিমে ঝুলছে। আমার চিৎকারে গ্রামবাসী এসে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. দেলোয়ার হোসাইন বলেন, ‘এই স্কুল ছাত্রী কিভাবে মারা গেছে তা নিয়ে এলাকায় ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। তবে লাশের পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে আত্মহত্যা নয়।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে হত্যার মোটিভ ধারণা করা হচ্ছে। তবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’
এমএফও