মিরসরাইয়ে লেপ-তোশকের দোকানে আগুনের ঘটনায় দগ্ধ ব্যবসায়ী নিজাম উদ্দিন মারা গেছেন। চারদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (৪ মার্চ) গভীররাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
এর আগে গত ১ মার্চ সকালে উপজেলার আবুরহাট বাজারের আমান উল্লাহ মার্কেটের নিজাম বেডিং হাউজ নামে একটি লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে নিজাম উদ্দিনের শরীরের ৫০ শতাংশেরও বেশি পুড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতাল নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে নিজামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। সেখানে রাত ২ টার সময় তার মৃত্যু হয়।
নিহত নিজাম উদ্দিন (৪২) মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোয়াতলী গ্রামের মিয়ন সওদাগর বাড়ির মো. মিয়নের ছেলে। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
নিহতের স্বজন মো. সলিম উদ্দিন বলেন, গত মঙ্গলবার ইছাখালী ইউনিয়নের আবুরহাট বাজারের আমান উল্লাহ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিজাম বেডিং হাউজের স্বত্বাধিকারী নিজাম উদ্দিনের শরীরের ৫০ শতাংশেরও বেশি পুড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে শুক্রবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিজামের তিন মেয়ে ও এক ছেলে স্থানীয় একটি মাদরাসায় পড়ালেখা করছে বলে জানান তিনি।
ডিজে