মিরসরাইয়ে শিশুর মৃত্যু পানিতে ডুবে

0

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে পানিতে ডুবে আরশি নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুন) বিকাল ৪টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরশি উপজেলার ধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোবারঘোনা এলাকার ফরায়েজি বাড়ির রেজাউল হক টিটু ফরায়েজীর দ্বিতীয় মেয়ে।

স্থানীয় বাসিন্দা শেখ জাহেদ বলেন, ‘সোমবার দুপুরে খাওয়ার পর সবাই যখন ঘুমিয়ে ছিল তখন আরশি পরিবারের সবার অগোচরে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। সেখানে বিকাল ৪টায় তার দেহ পুকুরের পানিতে ভেসে উঠে। সোমবার রাত সাড়ে ৯টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’

বিষয়টি নিশ্চিত করেছেন ধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাফর আহম্মদ খোকা।

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm