এফবিসিসিআই অধিভুক্ত মেরিন সারভেয়র্স এসোসিয়েশন অফ বাংলাদেশের ৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি এ উপলক্ষে চট্টগ্রাম নগরীতে মেরিন সারভেয়র্স এসোসিয়েশনের কার্যালয় মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ক্যাপ্টেন মাহফুজুল ইসলামকে প্রেসিডেন্ট, ক্যাপ্টেন ফসিহুর রহমানকে ভাইস প্রেসিডেন্ট এবং ক্যাপ্টেন মোহাম্মদ সাখাওয়াত হোসাইনকে ২০২৩-২০২৫ সেশনের কার্যকরী পরিষদের জেনারেল সেক্রেটারি মনোনীত করা হয়।
৯ সদস্যের এই কমিটিতে ক্যাপ্টেন মোহাম্মদ এরশাদুল আলমকে এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি, ইঞ্জিনিয়ার মনজুর আহমদকে ফাইনান্স সেক্রেটারি, ক্যাপ্টেন আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারকে এসিস্ট্যান্ট ফাইনান্স সেক্রেটারি মনোনীত করা হয়।
নতুন কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হয় তিনজনকে। এরা হলেন— ক্যাপ্টেন জিল্লুর রহমান ভূঁইয়া, ক্যাপ্টেন মো. তৌহিদুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেকুজ্জামান।
এছাড়া ঢাকা ও খুলনা অঞ্চলের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে ক্যাপ্টেন সৈয়দ আমির আহমদ এবং ক্যাপ্টেন জাহিদুল হক পদাধিকারবলে কার্যকরী পরিষদের সদস্য হন।
উল্লেখ্য গত ১৭ জুন দেশ-বিদেশে অবস্থানরত সদস্যদের প্রত্যক্ষ ভোটে এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের জাতীয় আমদানি-রপ্তানি বাণিজ্য ও শিপিং সেক্টরে মেরিন সারভেয়র্স এসোসিয়েশন অফ বাংলাদেশ নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।