রেলওয়ের কারখানায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে লোকমান-সিরাজ গ্রুপের সংঘর্ষ, আহত ৩

0

চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কসপে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে রেলওয়ে শ্রমিক লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়েছে। শ্রমিক লীগ নেতা লোকমান ও সিরাজের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ৩ ব্যক্তি আহত হয়েছে।

আহতরা হলেন, ইলেকট্রিক বিভাগে কর্মরত রাজীব দাশ (৩০), কার্পেন্ডার নাসির উদ্দীন (৩০) ও জিওএইচ সপের খালাসী জিয়াউর রহমান জুয়েল। এদের মধ্যে রাজীব লোকমানের অনুসারী এবং বাকি দুইজন সিরাজের অনুসারী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) পাহাড়তলী রেলওয়ে ওয়াকসপ কারখানায় এ সংঘর্ষ হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লোকমান সমর্থিত শাহীনুর রহমানের অভিযোগ, সকাল ১০টায় কারখানাসপে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ইলেক্ট্রিক বিভাগের রাজীব দাশের উপর হামলা করে রেল শ্রমিকলীগ সিরাজ গ্রুপের জিয়াউর রহমান ও নাসির। মোট ৩ দফা হামলা করে জিয়াউর ও নাসিরের দলবল।আহত রাজীবকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স এলে সিরাজের লোকজন ধাওয়া দিয়ে বের করে দেয়। পরে আরএনবি’র সহায়তা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিরাজ সমর্থিত জিয়াউর রহমান জুয়েল বলেন, ‘রাজীব মাদকাসক্ত। তাকে সিগারেট খেতে নিষেধ করায় লোকমান সমর্থিত শাহীনুরের নেতৃত্বে নাসির ও আমার উপর রাজীবসহ শাহীনুরের নেতৃত্বে হামলা হয়।’

তারা দুই জন সিআরবি রেলওয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শী রেল শ্রমিকরা জানান, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে শ্রমিক লীগ নেতা লোকমান ও সিরাজ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তবে কারখানা কর্মব্যবস্থাপক রাশেদ লতিফ দ্রুত উপস্থিত হয়ে তাদের শান্ত করে। তিনি আহত শ্রমিকদের চিকিৎসা নিতে পাঠান।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm