হার্টের সমস্যার কারনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র বেলায়েত হোসাইন মারা গেছেন।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ভোর ৬ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী।
তিনি বলেন, ‘ভোর ৬ টার দিকে বেলায়েত মারা যান। হাসপাতলের ইনফরমেশন কপি থেকে জানা যায় সে হৃদরোগে (cardio respiratory failure) আক্রান্ত হয়েছিলো। তার লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
বেলায়েতের গ্রামের বাড়ি রংপুর। তিনি বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকার একটি কটেজে থাকতেন।
বেলায়েতের সহপাঠীরা জানান, বেলায়েতের আগে থেকে হার্টের সমস্যা ছিল। রাতে ফুড-পয়জনিংয় থেকে হার্টের সমস্যা বেড়ে যায়। ভোর চারটায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে তারা চমেকে রেফার্ড করে। চমেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এমআইটি/এমএহক