s alam cement
আক্রান্ত
১০২১১০
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩১৩

রেল এবং সড়কের সমন্বয়ে টার্মিনাল নির্মাণ করবে সাইফ লজিস্টিকস

0

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে নতুন এক ইতিহাস রচনা করল সাইফ পাওয়ারটেকের অঙ্গ প্রতিষ্ঠান সাইফ লজিস্টিকস অ্যালায়েন্স লিমিটেড। রেল এবং সড়কের সংযোগ সমন্বয়ে টার্মিনাল বিনির্মাণের চুক্তি সম্পন্ন করার মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেল দেশের খ্যাতনামা এই প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সম্পন্ন করে সাইফ লজিস্টিকস অ্যালায়েন্স লিমিটেড। এতে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি।

অনুষ্ঠানে সাইফ লজিস্টিকসের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন, প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল সাইফ, কন্টেইনার কোম্পানির চেয়ারম্যান রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

সাইফ লজিস্টিকসের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল সাইফ এবং কন্টেইনার কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বেলাল উদ্দিন।

অনুষ্ঠানে তরফদার রুহুল সাইফ বলেন, ‘এটি দেশের জন্য একটি বড় ইভেন্ট। আমরা হয় তো এখনো বুঝতে পারছি না। যখন প্রজেক্ট সম্পন্ন হবে তখন এটি মাইলস্টোন হবে। আমাদের সাইফ লজিস্টিকস অ্যালায়েন্স এতে যুক্ত হতে পেরে গর্ববোধ করছে। এই প্রজেক্টের সঙ্গে আমাদের যুক্ত করায় রেল মন্ত্রণালয়কে অসংখ্য ধন্যবাদ।’

কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ- এটি সরকারি একটি প্রতিষ্ঠান। রেল মন্ত্রণালয়ের অধীনস্থ এ প্রতিষ্ঠানটি। সরকারি জমিতে এটি নির্মিত হচ্ছে। সাইফ লজিস্টিকস অ্যালায়েন্স ২০ বছরের জন্য এটি লিজে নিচ্ছে। তারপর এটি রেলের অধীনে চলে আসবে। এই টার্মিনাল থেকে শতকরা ২১.৫ ভাগ লভ্যাংশ পাবে রেল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, যাত্রী পরিবহণ করে বিশ্বের কোনো দেশই কিন্তু রেল থেকে লাভবান হয় না। পণ্য পরিবহণ করার মধ্য দিয়ে লভ্যাংশ পায়। বাংলাদেশের রেলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কাজ করে যাচ্ছেন। আপনার সেগুলো দেখতে পাচ্ছেন। আগের চেয়ে রেলের প্রতি মানুষের আস্থা অনেক বেড়েছে। আমি মনে করি আজকের এই চুক্তি বাংলাদেশের ব্যবসায় ইতিহাসে দারুণ ভূমিকা রাখবে। এই টার্নিমাল নির্মাণ হলে ব্যবসায়ে গতি পাবে।

অনুষ্ঠানে সাইফ লজিস্টিকসের চেয়ারম্যান তরফদার রুহুল আমিন বলেন, আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। আমরা বাংলাদেশ রেলওয়ের মতো বড় একটা কোম্পানির সঙ্গে এবং সিসিবিএল যা রেলের একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সঙ্গে একটি মাল্টি মডাল কন্টেইনারের জন্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি। এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের যে লজিস্টিকস ইস্যুগুলো আছে, যে লজিস্টিকস গ্রোথ আছে সেটি বৃদ্ধি পাবে। বাংলাদেশে আমরা ব্যবসায়ীরা ৫০ বিলিয়ন ডলারের টার্গেট সামনে রেখে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচার কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস ৫০ বিলিয়নের টার্গেট পূরণে এই মাল্টি মডাল টার্মিনাল বিশাল অবদান রাখবে।

রুহুল আমিন আরও যোগ করেন, এটি চট্টগ্রাম বন্দরের সন্নিকটে হওয়াতে চট্টগ্রাম বন্দরের সমক্ষতা বাড়াতে এই টার্মিনাল অনেক বড় অবদান রাখবে। এটি হবে চট্টগ্রাম বন্দরের রাইট আর্ম। এই মাল্টি মডাল টার্মিনাল বিনির্মাণের মধ্য দিয়ে ব্যবসায়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি এমন একটি টার্মিনাল যা রেল এবং রোডের সংযোগে নির্মিত হবে- যা বাংলাদেশে আগে হয়নি।’

কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশের চেয়ারম্যান রেলপথ সচিব সেলিম রেজা বলেন, বাংলাদেশের ব্যবসায় অনেক বড় ভুমিকা রাখবে এই টার্মিনাল। এটি দেশের অর্থনীতির গতিকে যেমন সচল করবে, তেমনি রাজস্ব আয় বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm