লকডাউন অমান্য করে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় চট্টগ্রামের বোয়ালখালীতে দুটি কমিউনিটি সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৮ জুন) উপজেলার কানুগোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে বন্ধ করে দেয়া হয় বিয়ের আয়োজন।
উপজেলার পোপাদিয়া ইউনিয়নের কানুনগো পাড়ার নন্দন পার্ক কমিউনিটি সেন্টার ও আমুচিয়া ইউনিয়নের তাজ পার্ক কমিউনিটি সেন্টারে এ বিয়ে অনুষ্ঠান চলছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বলেন, লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করেছিল দুটি ক্লাব। পোপাদিয়া ইউনিয়নের কানুনগো পাড়ার নন্দন পার্ক কমিউনিটি সেন্টার ও আমুচিয়া ইউনিয়নের তাজ পার্ক কমিউনিটি সেন্টারকে বিয়ে আয়োজন করায় প্রতিটিকে সাত হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ১৪ হাজার টাকা। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কেএস