s alam cement
আক্রান্ত
৪৫৭০৮
সুস্থ
৩৪৯৫২
মৃত্যু
৪৩৭

লকডাউন উপেক্ষা—চলছে নৌপরিবহন, কর্ণফুলীতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা দুর্ঘটনার কবলে

0

কঠোর লকডাউনে বন্ধ রয়েছে সব ধরণের পরিবহন ব্যবস্থা। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে ইঞ্জিত চালিত একটি নৌকা ধারণ ক্ষমতার অতিরিক্ত ১৫-২০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর থেকে সল্টগোলা ঘাটের উদ্দেশ্যে রওয়ান দেয়। কিন্তু সেটি গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় সবাইকে উদ্ধার করা হলেও এখন পর্যন্ত ১ জন নিখোঁজ আছে বলে জানান নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৮টায় ইঞ্জিত চালিত নৌকাটি কর্ণফুলী নদীর মহেশখালের মুখে ইঞ্জিন বিকল হয়ে ডাঙ্গাচর আর স্টলগোলা মাঝামাঝি এমভিপি জেটিতে নোঙর করে থাকা একটি বড় জাহাজের ফাঁকে ঢুকে পড়ে। এতে আতঙ্কিত হয়ে কয়েকজন যাত্রী নদীতে লাফ দেয়। তাদের মধ্যে একজন ছাড়া বাকি সবাইকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামে রাখা হয়েছে। নিখোঁজ যাত্রী ডাঙ্গারচর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, ‘ডাঙ্গারচর থেকে সল্টগোলা অভিমুখে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি ইঞ্জিত চালিত নৌকা যাওয়ার সময় জেটি ও জাহাজের মাঝে ঢুকে যায়। সবাই হুমড়ি খেয়ে এক সাইটে চলে আসলে ইঞ্জিন চালিত নৌকাটি কাত হয়ে যায়। এতে বেশ কিছু যাত্রী আতংকিত হয়ে নদীতে লাফ দেয়। সবাইকে উদ্ধার করা হলেও এখন পর্যন্ত এক জনের খোঁজ মিলছে না।

উল্লেখ্য, এর আগেও অব্যবস্থাপনা ও অতিরিক্ত যাত্রী বোঝায়, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ ইঞ্জিন চালিত নৌকার ফলে সর্বশেষ ১১ বছরে ৩টি দুর্ঘটনায় ১০ জনের অধিক যাত্রী প্রাণ হারান।

আরএ/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm