s alam cement
আক্রান্ত
৪৩১৮৮
সুস্থ
৩৪৫৪৬
মৃত্যু
৪০৬

কোন লক্ষণগুলো থাকলে বুঝবেন আপনি লং কোভিডে ভুগছেন

0

কেউ ভাইরাসকে সঙ্গে নিয়ে হাসিমুখে ঘুরছেন ফিরছেন, কেউ ছুটছেন আইসিইউ বেডের সন্ধানে। কেউ দুদিনের মাথায় দিব্যি সুস্থ হয়ে আবার মিশে যাচ্ছেন জনমানুষের জোয়ারে। এক করোনার কত রূপ! অন্যদিকে, সুস্থ হয়ে ফেরা অনেকের অবসন্নতা ও ক্লান্তি যেন কাটছেই না। এর মধ্যে লং কোভিড তথা দীর্ঘমেয়াদে করোনাভাইরাসের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও ভুগছেন অনেকে। অসুস্থতা শুরুর পর ১২ সপ্তাহ তথা তিন মাসেও যাদের সমস্যা যাচ্ছে না, তারাই লং কোভিডে আক্রান্ত। কী কী সমস্যা হতে পারে, চলুন জেনে নেওয়া যাক টাইমস অব ইন্ডিয়ার সূত্র ধরে-

ক্লান্তি

আগে যারা বেশি হাঁটাহাঁটি বা পরিশ্রমের কাজ করতে পারতেন তাদের অনেকেই কোভিডে ভোগার পর জানিয়েছেন, আগে এক ঘণ্টা হাঁটতে পারলেও এখন ৫ মিনিটেই হাঁপিয়ে যান। এ ছাড়া সিঁড়ি ভাঙতেও কষ্ট হচ্ছে ঢের। বিশেষ করে ঘুম ঘুম ভাবটা কিছুতেই কাটছে না।

মনযোগে ঘাটতি

লং কোভিডের আরেক মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হলো ব্রেইন ফগ তথা মগজে ধূসর অনুভূতি। কোনও কাজে মনযোগ দেওয়া বা কোনও সিদ্ধান্ত নিতে আগের চেয়ে বেশি ভাবতে হচ্ছে তাদের।

Din Mohammed Convention Hall

শ্বাসে সমস্যা

হঠাৎ হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যাওয়ার সিরিয়াস ধরনটির নাম অ্যাপনিয়া হলেও লং কোভিড রোগীদের বেশি দেখা দিচ্ছে ডিসপেনিয়া। এটা অত মারাত্মক না হলেও হুটহাট শ্বাস নিয়ে সমস্যায় পড়ে যান রোগী।

বুকে তীব্র ব্যথা

লং কোভিডে আক্রান্তদের বুকে মাঝে মাঝে তীক্ষ্ম একটা ব্যথা অনুভূত হতে পারে। অনেকেই এটাকে বুকে ছুরি বিঁধে যাওয়ার সঙ্গেও তুলনা করেছেন।

অনিদ্রা

এসব নানা ধরনের ঝামেলা নিয়ে কি আর ভালো ঘুম হবে? তবে আগে যাদের ঘুম নিয়ে টেনশন ছিল না, কোভিডের পর তাদের অনেকেই সরাসরি পড়েছেন ইনসমনিয়ায় খপ্পরে।

সূচ ফোটানো ও জয়েন্ট পেইন

ত্বকে একটু পরপরই সূচ বিঁধে যাওয়ার মতো যন্ত্রণা টের পাচ্ছেন কোভিড থেকে সেরে ওঠা ব্যক্তিরা। এ ছাড়া স্বাভাবিকের তুলনায় বিভিন্ন জয়েন্টে ব্যথার মাত্রাও বেড়েছে অনেকের।

ডায়রিয়া

এবারের করোনায় আগের চেয়ে ডায়রিয়ার লক্ষণওয়ালা রোগীও নাকি বেশি পাচ্ছেন ডাক্তাররা। তথাপি, কোভিড থেকে সেরে উঠলেও দীর্ঘমেয়াদে ডায়রিয়া সারছে না অনেকেরই।

স্বাদ-গন্ধ গায়েব

এবার এ ধরনের রোগীও বেড়েছে। গন্ধ যতই তীব্র হোক না কেন, অনেকেই সুস্থ হওয়ার ৩ সপ্তাহ পরও মুখে খাবারের স্বাদ বা গন্ধ কিছুই পাচ্ছেন না।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm