লাইফ সাপোর্টে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইয়াহ্ইয়া‌

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইয়াহ্ইয়া‌। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানী ঢাকা নেওয়া হয়েছে।

শুক্রবার (২ জুন) সকাল ৫টার দিকে তাঁকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা

পারিবারিক সূত্র জানায়, ১ জুন সকালে আল্লামা ইয়াহ্ইয়াকে গুরুত্বর অসুস্থ অবস্থায় নগরের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে সড়কপথে ঢাকা নেওয়া হয়। ২ জুন ভোর ৫টার দিকে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়ে।

s alam president – mobile

যোগাযোগ করা হলে তাঁর ছেলে মো. জুনাইদ আলোকিত চট্টগ্রামকে বলেন, আমার আব্বাকে গুরুতর অসুস্থ অবস্থায় নগরের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি লাইফসাপোর্টে রয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশে সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস বলেন, ‘আমি হুজুরের সাথে ঢাকা ইউনাইটেড হাসপাতালে রয়েছি। হুজুরের অবস্থা আশংকাজনক। সাবাই হুজুরের জন্য দোয়া করবেন।’

সিএম/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!