s alam cement
আক্রান্ত
১০২১৮২
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২১

লোহাগাড়ায় মাটিচাপায় কৃষক নিহত

0

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের জয়নগর, নোয়াপাড়া এলাকায় মাটি চাপা পড়ে এক কৃষকের নিহত ও কৃষকের বড় ছেলে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

৩১ অক্টোবর (রবিবার) সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, এলাকার নুর আহমদ নামের এক কৃষক ও তার ছেলে মোহাম্মদ ওসমান মাটি চাপায় আহত হয়েছে বলে জানতে পারি।

নিহত নুর আহমদ (৬৫) উপজেলার পূর্ব কলাউজান ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় নিহত নুর আহমদের বড় ছেলে মোহাম্মদ ওসমান (৪৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত নুর আহমদের স্ত্রী লায়লা বেগম জানান, আমার স্বামী ও বড় ছেলে আমাদের বসতঘরের পাশে নতুন ঘর করার জন্য মাটি কাটছিলো। হঠাৎ আরেক পাশ থেকে মাটি এসে দুজনের গায়ের উপর চাপা পড়ে। এ সময় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ছেলে ওসমান স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। স্বামীকে চমেক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ওসি তদন্ত ওবাইদুল ইসলাম জানান, এই ঘটনাটি পুলিশ অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm