আগামী ১৩ ফ্রেব্রুয়ারি থেকে শতভাগ যাত্রী নিয়ে চলেবে ট্রেন। করোনার মহারীর কারনে অর্ধেক যাত্রী নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে পুনরায় শত যাত্রী বহনের এই সিদ্ধান্ত দেয় রেলপথ মন্ত্রণালয়।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন দপ্তর থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়।
গত ৬ ফ্রেব্রুয়ারী রেলওয়ের উপ পরিচালক মো. নাহিদ হাসান স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয় বলে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, করোনার মহামারীর কারণে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারী থেকে শতভাগ যাত্রী নিয়ে চলাচল করবে সকল ট্রেন। আগামী ৯ ফ্রেব্রুয়ারী থেকে ৫০ শতাংশ টিকেট অনলাইনে ও ৫০ শতাংশ টিকেট কাউন্টারে পাওয়া যাবে।
জেএস/এমএফও