শামুক খুঁজতে গিয়ে নদীতে ডুবে তরুণীর মৃত্যু রাঙামাটিতে

0

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে শামুক খুঁজতে গিয়ে পানিতে ডুবে রুপসী চাকমা (২৭) নামে এক তরুণী নিহত হয়েছেন।

সোমবার (১৪ মার্চ) দুপুর ৩ টার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পদ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুপসী চাকমার স্থানীয় রাজা কুমার চাকমার মেয়ে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রাজ কুমার চাকমা বলেন, আমার মেয়ে দুই সহপাঠীর সঙ্গে কাচালং নদীর পাড়ে শামুক খুঁজে ফেরার পথে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যায়। পরে সহপাঠীদের চিৎকারে স্থানীয় যুবকরা এগিয়ে এসে জাল ও নৌকার সাহায্যে দুই ঘণ্টা চেষ্টা করে রুপসীর মৃতদেহ উদ্ধার করেন।

উদ্ধার কাজে অংশ নেয়া অমর জীবন চাকমা ও আজগর আলী অভিযোগ করে বলেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীতে বড় বড় খাঁদ তৈরি হয়েছে। আর এই খাঁদে পড়ে রুপসী তলিয়ে গেছে।

বাঘাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইমাম বলেন, আমরা সংবাদ পেয়ে নদীর পাড়ে ছুটে যায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে রুপসী চাকমার বাবার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm