ঢাকার আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকাণ্ডে ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জনসম্মুখে গলায় জুতার মালা পরানোর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতি মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এই মানববন্ধন পালন করেন তারা।
একাত্মতা জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম। এছাড়া বিভিন্ন বিভাগের ডিন ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকও উপস্থিত ছিলেন মানববন্ধনে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বক্তব্য দেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বদিউস সালাম, গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সানাউল-রাব্বি পাভেল।
আরও বক্তব্য দেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং সাধারণ সম্পাদক ড. বশির জিসান।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, গত ২৫ জুন ঢাকা আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক উৎপল কুমার সরকারকে খেলার মাঠে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির এক ছাত্র। পরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে তিনি মারা যান।
অন্যদিকে ধর্ম অবমাননাকারী ছাত্রকে সহায়তার অভিযোগ তুলে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ কর্মকর্তাদের সামনেই জুতার মালা পরায় মির্জাপুর ইউনাইটেড কলেজের ছাত্র ও স্থানীয় কিছু ব্যক্তি৷
চুয়েট শিক্ষক সমিতি ঘটনা দুটির তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। একইসঙ্গে ওই ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানায়।
মানববন্ধনে আরও বলা হয়, উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্রকে প্রচলিত আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। একইসঙ্গে তার পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
ডিজে