শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুক্রবার, ইসকন নন্দনকাননে ৭ দিনের নানা আয়োজন

2

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) রথযাত্রা আয়োজনের রজতজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব চট্টগ্রাম নগরীর ডিসি হিলে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে মঙ্গলারতি, গুরুপূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, জগন্নাথ-বলদেব-সুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন, বিশ্ব শান্তি কামনায় হোম যজ্ঞ, রাজভোগ নিবেদন, কীর্তনমেলা, ধর্ম মহাসম্মেলন, ঐতিহ্যবাহী মহাশোভাযাত্রা।

নন্দনকানন ডিসি হিল প্রাঙ্গণ হতে বিভাগীয় কেন্দ্রীয় ইসকনের ২৫তম রথযাত্রার মহাশোভাযাত্রা বিকাল ৩টায় শুরু হবে। এছাড়া সাতদিনব্যাপী জেএম সেন হলে ভগবত সপ্তাহ পালন হবে।

মহাশোভাযাত্রা নন্দনকাননের শ্রীশ্রী রাধামাধব মন্দিরের সামনে থেকে শুরু হয়ে চেরাগি পাহাড়-আন্দরকিল্লা-লালদীঘির পাড়-কোতোয়ালী-নিউমার্কেট-বোস ব্রাদার্স মোড়-নন্দনকানন গৌর নিতাই আশ্রম এসে শেষ হবে।

প্রতি বছরের মতো এবারও ১জুলাই হতে ৮ জুলাই পর্যন্ত আটদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অতিথি হিসেবে শুভ সূচনা করবেন ভারতের মায়াপুর ইসকনের অন্যতম সন্ন্যাসী শ্রীমৎ অমিয় বিলাস স্বামী মহারাজ, ইসকন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্ গদাধর গোস্বামী মহারাজ।

Yakub Group

৮ জুলাই উল্টো রথযাত্রা নন্দনকানন গৌরনিতাই আশ্রম থেকে শুরু করে উল্টো পথে নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দিরে এসে শেষ হবে।

সাতদিনব্যাপি ভাগবত সপ্তাহে থাকবেন সংকীর্তন ও প্রচার বিভাগের পরিচালক শ্রীমৎ ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ।

অনুষ্ঠানে সকলকে সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছে ইসকন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

2 মন্তব্য
  1. বিশ্ব নাথ পলাশ বলেছেন

    হরে কৃষ্ণ, জগন্নাথ দেবের রথযাত্রায় এত সুন্দর বর্নিল আয়োজনের মাধ্যমে সকল গৌর ভক্তকে জগন্নাথের অশেষ কৃপা আশীর্বাদ লাভ করার সুযোগ করে দেয়ার জন‍্য চট্রগ্রাম নন্দনকাননকে অসংখ্য ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা🙏🙏🙏🙏🙏🙏🙏

  2. SUJAN KUMAR DEY বলেছেন

    হরে কৃষ্ণ, জগন্নাথ দেবের রথযাত্রায় 🙏🙏🙏🙏🙏

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm