শিক্ষা উপমন্ত্রীকে কটুক্তি, নুরুর নামে মামলা হলো চট্টগ্রামে

0

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে নিয়ে কটুক্তির অভিযোগে বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের নামে মামলা হলো চট্টগ্রামে।

মঙ্গলবার (১৪ জুন) আইনজীবি শাহরিয়ার ইয়াছির আরাফাত বাদী হয়ে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীরের আদালতে এই মামলাটি দায়ের করেন।

আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বিষয়ে বাদী আরাফাত বলেন, ‘নুরুল হক নুর আমার সংগঠন ও আমার নেতাকে নিয়ে কটুক্তি করেছেন। তাই তার বিরুদ্ধে মামলা করেছি। যাতে সে ভবিষ্যতে এমন বাজে ব্যবহার না করে।’

চলতি মাসের ১ জুন ঢাকায় গণ অধিকার পরিষদের একটি অনুষ্ঠানে নুরুল হক নুর বাংলাদেশ ছাত্রলীগ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কটুক্তি করেন। এরপর ছাত্রলীগ ও নওফেলের অনুসারীদের ক্ষোভের মুখে পড়েন নুরু ও গণ অধিকার পরিষদের নেতারা।

Yakub Group

৭ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বিএম ডিপোর ঘটনায় আহতদের দেখতে এসে হামলার শিকার হয় গণসংহতির সমন্বয়ক জুনায়েদ সাকি ও নুরুর সংগঠনের অন্যতম নেতা রাশেদসহ অন্তত ১০ নেতাকর্মী। সে সময় এই হামলা ছাত্রলীগের নেতা কর্মীরা করেছে বলে দাবী করে গণঅধিকার পরিষদ ও গণ সংহতির নেতারা।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm