শিক্ষা দিবসে সিটি কলেজ ছাত্রলীগের বর্ণাঢ্য আয়োজন

মহান শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ (দিবা) শাখার উদ্যোগে আলোচনা সভা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

এতে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মো. আলী মিঠুর সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক হোসাইন অভির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ড. সুদীপা দত্ত, উপাধ্যক্ষ আবু মো মেহেদী হাসান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. ওমর ফারুক, শিক্ষক ক্লাবের সম্পাদক মো. আবু নাছির।

কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক অভি শীল, সাইফুল্লাহ সাইফ, এম এইচ ফয়সাল, শহিদুল ইসলাম সাগর৷ শাহরিয়ার কাইয়ুম ইরফান, আকবর জুয়েল, সুলতান ফাহিম, ছাত্র সংসদের ভিপি তন্ময় দাশ, জিএস মাকসুদুর রহমান, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মো কামরুল হাসান, ইসতিয়াক হায়দার রাহাত, জহিরুল ইসলাম সোহেল, আহসান হাবিব, স্বরুপ সেন, মো. শামীম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রুপকল্প ২০৪১ ও জাতিসংঘ কর্তৃক ঘোষিত এসডিজির তৃতীয় লক্ষ্যমাত্রা ‘সবার জন্য মানসম্মত শিক্ষা’ বাস্তবায়নের জন্য আসন্ন ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে। এ জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!