s alam cement
আক্রান্ত
৫২৭৩৬
সুস্থ
৩৯১১২
মৃত্যু
৬০২

সহধর্মিণীর মৃত্যুতে সমবেদনা জানাতে ড. অনুপম সেনের বাসভবনে উপমন্ত্রী নওফেল

0

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের বাসভবনে গিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এ সময় অনুপম সেনের স্ত্রী শ্রীমতী উমা সেনগুপ্তার প্রয়াণে তাঁর শোকসন্তপ্ত পরিবারে সদস্যদের গভীর শোক ও সমবেদনা জানান শিক্ষা উপমন্ত্রী।

শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় অনুপম সেনের সাথে শিক্ষা উপমন্ত্রীর সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রয়াত উমা সেনগুপ্তের কন্যা শ্রীমতী ইন্দ্রাণী সেন।

প্রসঙ্গত, গত ১২ মে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ড. অনুপম সেনের সহধর্মিণী শ্রীমতী উমা সেনগুপ্তা শেষ নিশ্বাস ত্যাগ করেন। উমা সেনগুপ্তার বাবা প্রসিদ্ধ বিপ্লবী শ্রী সুবোধ বল বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের সহযোদ্ধা হিসেবে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ও জালালাবাদ যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর দুই ভাই টেগরা বল ও প্রভাস বল জালালাবাদ যুদ্ধে শহীদ হন। তাঁর বড় ভাই লোকনাথ বল এই যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন।

এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm