সান্ত্বনার সম্মেলন শেষে চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের কমিটি আসছে ঢাকা থেকে

৩২ জনের সঙ্গে কথা বললেন যুবলীগের ২ শীর্ষ নেতা

0

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সন্মেলনের প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের নিয়ে কাউন্সিল অধিবেশন শেষ হয়েছে কমিটি ঘোষণা না দিয়েই।

সান্ত্বনার সম্মেলন শেষে চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের কমিটি আসছে ঢাকা থেকে 1

বিকেল ৫টায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন চট্টগ্রামের পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ।

কাউন্সিল অধিবেশনে ৩২ জন পদপ্রত্যাশীর সাথে সরাসরি কথা বলেন যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক।

এ সময় সভাপতি পদে জেলার বর্তমান সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরীকে সমর্থন দিয়ে সরে যান বাশঁখালী উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম চৌধুরী, দোহাজারী পৌরসভা যুবলীগের আহবায়ক মনসুর আলম ফয়সাল।

Yakub Group

সভাপতি পদে প্রার্থী হিসেবে রয়েছেন আ ম ম টিপু সুলতান চৌধুরী, পার্থ সারথী চৌধুরী, নাছির উদ্দিন মিন্টু, মোহাম্মদ ফারুক, শফিউল আজম শেফু, জহুরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মাঈনুদ্দিন চৌধুরী, ফয়সাল মনসুর,আকতার হোসেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সোলাইমান, মর্তুজা কামাল মুন্সী, মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজু দাশ হীরু, আবদুল হান্নান লিটন, সাইফুল হাসান টিটু, নুরুল আমিন,কাজী আলা উদ্দিন, আব্দুল মান্নান, বেলাল হোসেন মিঠু, মুরাদুল আলম মুরাদ, মিজানুর রহমান, জামিল উদ্দিন, এস এম আজিজ, আবু সাদাত মোহাম্মদ সায়েম, মুসা তসলিম, এয়াছিন আরাফাত, মোহাম্মদ হাসান, তাজুল ইসলাম চেয়ারম্যান, সাহাব উদ্দিন, মাহবুবুর রহমান।

জল্পনাকল্পনা থাকলেও দুই ঘন্টাব্যাপি চলা কাউন্সিল অধিবেশনটি শেষ হয়েছে কমিটি ঘোষণা না দিয়েই। যুবলীগ সূত্রে জানা গেছে, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম দু-একদিনের মধ্যে ঘোষণা করা হবে ঢাকা থেকে।

এদিকে সন্মেলনের দিন কমিটি ঘোষণা না হওয়ায় যুবলীগের দক্ষিণ জেলা নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করতে দেখা গেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm