বাসের ধাক্কায় ৬৫ বছরের বৃদ্ধের প্রাণ গেলো বাকলিয়ায়

0

চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় বাসের ধাক্কায় ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে শাহ আমানত সেতু এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তার মৃত্যু হয়।

নিহতের নাম মো. দলিল। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালিয়ার বকর আলী মাঝি বাড়ির মরহুম আব্দুস সামাদের ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা।

তিনি বলেন, ‘শনিবার দুপুরে ৬৫ বছর বয়সী বৃদ্ধ মো. দলিলের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহত দলিল বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অপর একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।’

Yakub Group

এএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm