s alam cement
আক্রান্ত
৩৯১০৮
সুস্থ
৩৩৭৭২
মৃত্যু
৩৮৪

সারারাত কেঁদেছিলেন তামিম ইকবাল

0

প্রথম ম্যাচে ১৯, এরপর টানা দুম্যাচে শূন্য করায় সবার সমালোচনার মুখে পড়েছিলেন দেশসেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। ২০১৫ বিশ্বকাপে ওপেনার হিসেবে আলোচনার চেয়ে সমালোচনার কেন্দ্রে ছিলেন তামিম ইকবাল। ঐ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের রাতে ঘুমাতে পারেননি তামিম। সারা রাত কেঁদেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি বলেন, ক্রিকেটাররা জানেন, আমার ক্রিকেট আমারই খেলতে হবে। তবে এইটুকু তারা জানে, পারফর্ম না করতে পারলে এরা কী করতে পারে! ভয়ের জায়গা বরং থাকে।

‘তামিমের ক্ষেত্রে ২০১৫ বিশ্বকাপে একই হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের একদিন আগে, তামিম পুরো রাত ধরে কান্নাকাটি করেছে। এটা তো ওপেন সিক্রেট, অনেকেই জানে।’

নড়াইল এক্সপ্রেস আরও বলেন, ওই সময় টিম ম্যানেজমেন্ট বা বিসিবির কেউ তামিমের পাশে দাঁড়াননি। উল্টো চাপের বোঝা বাড়ানো হয়েছে, চড়ানো হয়েছে সমালোচনার শূলে।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm