সীতাকুণ্ডে কন্টেইনারের নিচে হাড় ও মাথার খুলি, এক না দুজনের লাশ— সন্দেহে পুলিশ

0

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আরও দুটি দেহাবশেষ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে ওই দেহাবশেষে মরদেহ দুটি নাকি একটি— তা নিয়ে পুলিশ এখনও সন্দিহান।

বুধবার (৮ জুন) সন্ধ্যায় ওই দুটি দেহাবশেষ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে জানান জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

আলাউদ্দিন তালুকদার বলেন, ‘সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডিপো থেকে আরও দুটি দেহাবশেষ ও একটি মাথার খুলি নিয়ে আসা হয়েছে। দেহাবশেষের মধ্যে হাড়ও ছিল। মরদেহ দুটি পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘বুধবার সন্ধ্যার আগে কন্টেইনার সরানোর কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা একটা কন্টেইনারের নিচে গামবুট, হেলমেট ও শরীরের হাড় পায়। অন্য একটি কন্টেইনারের নিচে পাওয়া যায় মাথার খুলি। এখন ফরেনসিক ডাক্তাররা বলতে পারবেন, এখানে একজন নাকি দুজনের মরদেহ।’

যদি মরদেহ দুজনের হয় তাহলে মৃতের সংখ্যা ৪৬ জন হবে বলে জানান আলাউদ্দিন তালুকদার।

Yakub Group

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনও পর্যন্ত ৫৯ জন আগুনে পোড়া রোগী চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm